Logo
নোটিশ :
mreducationnews24.com এ আপনাকে স্বাগতম

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রিপোর্টার 198 বার
আপডেটের সময় : Saturday, July 29, 2023

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ মোট ১টি ক্যাটাগরিতে ১০০ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৫ জুলাই ২০২৩ আবেদনের  শুরু ২৫ জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৩ইং।  অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

১। পদের নামঃ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যাঃ ১০০টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-১৬) ৯৩০০- ২২৪৯০/

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং

গ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ (বিশ) শব্দ ও ইংরেজি ২০ (বিশ) শব্দ।

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

১।  আগ্রহী প্রার্থীগণ http://dcbb.teletalk.com.bd ঠিকানায় আবেদনপত্র পূরণ করতে পারবেন।

২। সরাসরি/ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৩।প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের সময়সীমা 

১। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫ জুলাই ২০২৩ সকাল ১০:০০ টা।

২। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ আগস্ট ২০২৩ বিকাল ৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনের বয়সসীমা

২৫ জুলাই 2023 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বৎসর এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকুরীরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

১। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না ।

২। আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/খোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

Applicant’s Copy তে User ID দেয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Tele talk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা [পরীক্ষার ফি ২০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS: DCBB <space> User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে

Example : DCBB ABCDEFG & send to 16222

দ্বিতীয় SMS: DCBB <space> YES <space> PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে Example : DCBB YES 12345678 & send to 16222


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com