Logo
নোটিশ :
mreducationnews24.com এ আপনাকে স্বাগতম

শূন্য পদের তথ্য সংগ্রহের তারিখ জানাল এনটিআরসিএ

রিপোর্টার 979 বার
আপডেটের সময় : Wednesday, February 28, 2024

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। মার্চের মাঝামাঝি শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে কেবল তারাই শূন্য পদের তথ্য দিতে পারবে।

৫ম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমাদের ইচ্ছা মার্চের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহের পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com