নিজস্ব প্রতিবেদন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ঘাতক স্বামী আলাল মিয়া (৪২) পিতা মৃত-খেলু মিয়া, সাং- শাহজাদা পুর, থানা- সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া কতৃক স্ত্রী মিনারা বেগম (৩২) পিতা মৃত- নুরুল ইসলাম, সাং- নোয়াগাওঁ, পোঃ- পত্তন,থানা- বিজয় নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে নির্যাতন করে নির্মম ভাবে ১০/০৫/২০২০ ইং, তারিখে খুন করে, স্বামীর নিজ বাড়িতে মৃত ব্যাক্তির তিনটি মেয়ে সন্তানের জননী ছিল।