আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জুটিতে সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি ও ফিফটি, সবচেয়ে বড় জুটি, সব রেকর্ডই এই দুজনের। তবে এবার মাঠের বাইরে দুজনের যে জুটি হলো, মুশফিকুর রহিম এটিকে বলছেন, দুজনের সেরা জুটি।সাকিব-মুশফিকের এই জুটি ক্রিকেট মাঠে নয়, জীবনের মঞ্চে। করোনাভাইরাস প্রকোপের এই দুঃসময়ে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মুশফিকের যৌথ উদ্যোগে বগুড়ায় সাড়ে তিনশর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সাকিব আল হাসান ফাউন্ডেশনের ফেইসবুক পাতায় শনিবার জানানো হয় এই উদ্যোগের কথা।