ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষক তাজিন বিনতে রহমান আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৩ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রথম সন্তান জন্ম দেয়ার পর নানা শারীরিক জটিলতা দেখা দেয়ায় বেশকিছু দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে, তার সন্তান সুস্থ আছে।
প্রতিষ্ঠানটি কয়েকজন শিক্ষক বলেন, প্রথম সন্তান জন্ম দেয়ার পর বেশ কয়েকদিন ধরেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তাজিন। আজ বিকেল সাড়ে চারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। সদ্যজাত শিশুটি সুস্থ আছে বলে জানতে পেরেছি।