অনলাইন ডেস্ক.. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতির করোনাভাইরাস (কভিড-১৯) ধরা পড়েছে।
বিবিসি বাংলা জানায়, ওই বিচারপতিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এর আগে ওই বিচারপতিকে প্রাথমিকভাবে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।
পরে অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে সিএমইচে স্থান্তান্তর করা হয়।
এদিকে, সরকারি হিসাব অনুযায়ী সোমবার নাগাদ দেশে করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে একদিনে সর্বাধিক ১ হাজার ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছে।