১৫ই জানুয়ারী ২০২৩ইং গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রায় লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ(রবিববার) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী আদমপুর ফাজিল মাদরাসায় ‘’হযরত আব্দুল গফুর ফাউন্ডেশন’’ টুকচানপুর কর্তৃক আয়োজিত’ গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে। অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শাহজাহান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করেন।
গভর্নিংবডির সহ সভাপতি মো: সামছুল আলম ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ১৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৪০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহবান জানিয়ে অত্র মাদরাসার অধ্যক্ষ খান মোহাম্মদ আশেক এলাহি বলেন, “আমরা যারা বেড়ে উঠছি, আমাদের একটা প্রধান সংকট রয়েছে, মানবিকতার সংকট। আমরা যেমন বলি, বৃক্ষ জন্ম থেকেই বৃক্ষ, পশু জন্ম থেকেই পশু কিন্তু মানুষ জন্ম থেকেই মানুষ নয়। অর্থাৎ আমি মানুষের রূপ ধরে জন্মগ্রহণ করেছি বলেই আমি মানুষ বিষয়টি এরকম নয়, মানুষ হবার জন্যে কতগুলো মৌলিক শর্ত পূরণ করতে হয়। নিজেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমরা মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো।”
মানবিক সংকট থেকে মুক্তির লক্ষ্যে মো: সামছুল আলম ভূইয়া শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা শিক্ষার্থীদেরকে একটু আলোর পথ দেখাবেন, আলোর পথ আপনাদের দেখাতেই হবে, তা না হলে কোন পথ নেই। এই কোমলমতি শিশুদেরকে আপনারা কল্পনাপ্রবণ করে তুলবেন, তারা যেন কল্পনা করতে পারে, তারা যেন সৃজনশীল হয়ে উঠতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতি তাদেরকে যে মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে আমরা যেন তাদেরকে সেই মানবিক সংকট থেকে বের করে নিয়ে আসতে পারি এবং তারা যেন বুঝতে পারে আমরা সবাই মানুষ। মানুষে মানুষে এই মেল-বন্ধন তৈরি করতে না পারলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না, মানুষ হয়ে উঠতে পারবোনা।”
প্রধান অতিথির জনাব মোৰ শাহজাহান সাহেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আজ যারা এখানে হযরত আব্দুল গফুর ফাউন্ডেশন এর বৃত্তি পেয়েছে তারাসহ যারা এ+ পাবে তাদের জন্য স্পেশাল বৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ অবশেষে তারা সবাই একদিন অনেক বড় দাতা হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করেন। উপস্থিতি গন্যমান্য ব্যক্তিবর্গ ও ”প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।