দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় দলেরই তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এবার। ফরাসিদের লক্ষ্য থাকবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার। অপরদিকে, আলবিসেলেস্তেদের সামনে রয়েছে বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের শিরোপাখরার গুছানোর হাতছানি।
গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলেছে ছয়টি ম্যাচ। আর প্রতিটি ম্যাচেই একাদশে কোনো না কোনো পরিবর্তন এনেছেন স্কালোনি। গ্রুপ পর্বে সাধারণত ৪-৩-৩ ফরমেশন ব্যবহার করেন আর্জেন্টিনা কোচ। তবে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-৩-২ ও সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে মেসিদের খেলান স্কালোনি। এবার দেখার পালা ফাইনালে কেমন ফরমেশনে হবে তার।
ফরমেশনে প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, দুটি বিকল্প আছে আমার হাতে (৫-৩-২ বা ৪-৪-২)। তবে আমাদের খেলা এসব কৌশলকে ছাপিয়ে যায়। যেভাবেই খেলি না কেন, আমার মনে হয় না সেটা আমাদেরকে বদলে দেবে।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ : আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ : উগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টনি গ্রিজম্যান, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন র্যাবিয়ট, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুড, কিলিয়ান এমবাপে।