১২ আগষ্ট ২০২১ ইং তারিখ ২২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন ০৭ নং সিঙ্গারবিল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পশ্চিম মেরাশানী গ্রামের জনৈক মোঃ আনিছ (৩৫), পিতা- মোঃ ইসমাইল ভূইয়া এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ক। ইয়াবা ট্যাবলেট=২,৪৬০(দুই হাজার চারশত ষাট) পিস, খ। গাঁজা= ০৪ কেজি, গ। পালসার মটর সাইকেল=০১টি, ঘ। নগদ-৩,০৪০/- (তিন হাজার চলিশ) টাকা, ঙ। মোবাইল=০৩ টি, চ। সীম কার্ড=০৫ টি জব্দসহ ধৃত আসামী ১। মোঃ আলমগীর খাঁন (৫০), পিতা- মৃত সেলিম খাঁন, ২। মোঃ সুমন ভূইয়া (মেম্বার) (৩২), পিতা- মৃত আলী আজগর ভূইয়া, উভয় সাং- শ্রীপুর ০১নং ওয়ার্ড, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(খ)/১৯(ক)/৩৮/ ৪১ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সমূহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
#RAB-9 Sylhet Division