দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।
শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। করোনার এ ধরনকে অতি সংক্রামক বলে বিভিন্ন গবেষণায় বেরিয়ে এসেছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের অন্তত ২০টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশী পাবলিক হেল্থ এক্সপার্টরা বলছেন, করোনা ভাইরাসের ধরন, সেটা কোন দেশ থেকে এলো, দক্ষিণ আফ্রিকা না ভারত, না যুক্তরাজ্য, সেটা ফোকাস করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলার কোনো মানে হয়না। তারা বলছেন, আজকে দক্ষিণ আফ্রিকার, কাল ভারত, পরশু বাংলাদেশেই নতুন ভ্যারিয়েন্ট ছড়াতে পারে। যেটা মূল কথা সেটা হলো মানুষ এই ভয়ংকর ভাইরাস ছড়ানো বন্ধ করতে এবং নিজে আক্রান্ত হওয়া এবং অন্যদের মধ্যে ছড়ানো বন্ধ করেতে সঠিক নিয়ম মানছে কি না।
ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে, দেশে ভারতের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে আজ অফিসিয়ালি।