ব ধরনের বাজেটে এসব ল্যাপটপ পাওয়া যাচ্ছে।
লেনোভো যোগা এস৭৪০
এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৪কে রেজোলিউশন থাকছে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র্যাম ও ১টিবি এসএসডি।
এইচপি স্পেক্টার এক্স৩৬০ ১৫-ডিএফ১০০৪টিএক্স
এই ল্যাপটপে রয়েছে ১৫ ইঞ্চি ৪কে ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র্যাম ও ৫১২জিবি এসএসডি স্টোরেজ।
লেনোভো থিঙ্কপ্যাড পি১
এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি ৪কে ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র্যাম ও এনভিডিয়া কোয়াড্রো টি২০০০ জিপিইউ।
ডেল এলিয়েনওয়্যার এম১৫
এই ল্যাপটপে রয়েছে ৪কে ওলেড ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র্যাম ও এনভিডিয়া আরটিএক্স ২০৭০ জিপিইউ ও ১টিবি হার্ড ড্রাইভ।
ডেল এক্সপিএস ১৩ ৭৩৯০
১৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে ৪কে ডিসপ্লে থাকছে। থাকছে ইনটেল প্রসেসর, ১৬জিবি র্যাম, ও ৫১২জিবি স্টোরেজ।
আসুস জেনবুক প্রো ডুও ইউএক্স৫৮১জিভি-এইচ৯২০১টি
এটা ডুয়াল স্ক্রিন এই ল্যাপটপেও ৪কে ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আই৯ প্রসেসর, ৩২জিবি র্যাম ও ১টিবি এসএসডি স্টোরেজ।