এখন থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন করে করোনা টিকা নিতে পারবেন। সরকারি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এনআইডির তথ্য ইতোমধ্যে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুরক্ষা ওয়েবসাইটে করোনা ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করা শুরু হয়েছে। এ পরিস্থিতে সব শিক্ষককে করোনা টিকা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব শিক্ষককে করোনা টিকা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগে ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীরা টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন না। কিন্তু এখন থেকে তারা নিবন্ধন করতে পারবেন। সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীদের এনআইডির তথ্য সুরক্ষা সার্ভার ও অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই, ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও এনআইডির তথ্য নিবন্ধন করতে পারবেন।
এ দিকে সব সরকারি বেসরকারি সব স্কুল কলেজের শিক্ষককে করোনা ভাইরাসের টিকা নেয়ার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, সুরক্ষা ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের এনআইডির তথ্য আপলোড করা হয়েছে। শিক্ষক কর্মচারীরা এনআইডির তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নামে দুইটি সাবকলাম রয়েছে। তাই সব শিক্ষক কর্মচারীকে অবিলম্বে করোনা ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোকে।
এতদিন সুরক্ষা অ্যাপে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ক্যাটাগরি থাকলেও ৪০ বছরের কম বয়সী শিক্ষকরা টিকা নিতে নিবন্ধন করতে পারছিলেন না। তবে, সার্ভার ও অ্যাপে সব শিক্ষকের তথ্য অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষকও টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।