ছেলের লাশ নিতে এসে মা বললেন “সাহেব, এক ইঞ্চি কম হলে তো আপনারা বাহিনীতে নেন না।
রিপোর্টার
/ ৪২৪
বার
আপডেট :
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
শেয়ার করুন :
ছেলের লাশ নিতে এসে মা বললেন “সাহেব, এক ইঞ্চি কম হলে তো আপনারা বাহিনীতে নেন না।
অর্ধেক লাশ কেমনে নিব আমি স্যার?
একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে
গতকাল সাভার সেনানিবাসে গ্রেনেড থ্রোয়িং প্রশিক্ষণ করতে গিয়ে ভুলবশত হাতের মধ্যেই গ্রেনেড টি ফেটে যায়। যার ফলে একজন মেজর এবং একজন সৈনিক আহত হন। লেফটেন্যান্ট মোঃ তৌফিকুর স্পটেই মারা যান।
আল্লাহ তায়ালা যেন ভাইটাকে জান্নাত নসিব করেন। আমিন..