১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় গড় পাসের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন, স্কুল পর্যায়-২ এ ১ হাজার ২০৩ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। বুধবার (১১ নভেম্বর) রাতে ফল প্রকাশিত হয়।
এনটিআরসিএ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।
জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এসএমএস পাচ্ছেন। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে।
১৬ তম শিক্ষা নিবন্ধন পরীক্ষার ফল কিভাবে দেখতে পারবেন তা নিয়ে প্রার্থীদের মনে নানা প্রশ্ন। বিভিন্ন ভুয়া ওয়েবসাইট রেজাল্ট দেখার বিভিন্ন ভুয়া লিংক তৈরি করে প্রার্থীদের বিভ্রান্ত করছে। এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এ জন্য প্রার্থীদের পরীক্ষার ঘরে (Exam) ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সিলেক্ট করতে হবে। এছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে।
ফল দেখতে ক্লিক করুন : (http://ntrca.teletalk.com.bd/result/)