রাসায় সহকারী গ্রন্থাগারিক-ক্যটালগার নিয়োগের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশটি স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সরকার পক্ষের করা আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। আগামী বছরের ২৭ জুন আপিলটি শুনানি করা হবে বলে জানা গেছে।
সম্প্রতি আপিল বিভাগ থেকে এসক তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ৩৫ নং কলামে উল্লিখিত সহকারী গ্রন্থাগারিক পদের নিয়োগে শিক্ষাগত যোগ্যতায় শুধু ফাজিল বা আরবি বিষয়ে অনার্স ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা যোগ্যতা চাওয়া হয়েছে। ফলে, কলেজ-ইউনিভার্সিটি থেকে সাধারণ বিষয়ে স্নাতক বা অনার্স পাস করা থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারীরা নিয়োগ পাচ্ছেন না। তাই, সাধারণ ধারা শিক্ষিত ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে ওই বিধানের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট মামলা দায়ের করেন। রিটের শুনানি শেষে মাদরাসায় সহকারী গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়া ৩ মাসের স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
সে অদেশটি চ্যালেঞ্জ করে আপিল করে সরকার পক্ষ। আগামী ২৭ জুন আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। সে পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।