বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসঙ্গ সাধারণ আনসার। ৪৯৫৩৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৩৪৬ টি সংস্থায় অংগীভূত Job Circular রয়েছে।
উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মতো গ্রুরুত্বপূর্ণ কেপিআই শিল্প ও বাণিজ্যিক Job Circular প্রতিষ্ঠান,হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীগুলোতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অনান্য গণপরিবহন, রেল ষ্টেশন ও অনান্য সরকারি ও বেসকারি স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময় সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।
সম্প্রতি এই বাহিনীতে সাধারণ আনসার শুধু পুরুষ প্রার্থীদের বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করার যোগ্যতাঃ
(১) শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে
(২) বয়সসীমাঃ
১৮ থেকে ৩০ বছর; ৯/১১/২০২০ তারিখে সর্বনিম্ন ১৮ এবং ২৫/১১/২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য
(৩)সর্বনিম্ন উচ্চতাঃ ৫ ফুট এবং ৪ ইঞ্চি
(৪) সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক-সম্প্রসারিত) ৩০-৩২ ইঞ্চি
(৫) দৃষ্টিশক্তি ৬/৬
(৬)শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
(৭) কোন দূরারোগ্য ব্যধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না।
(৮) অগ্রাধিকারঃ অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পর্ন, ভিডিপি ও টিডিপি মৌখিক প্রশিক্ষক প্রাপ্ত প্রার্থী।
বেতন ও সুযোগ সুবিধাঃ
প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা।
দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে।
কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।
আবেদনের নিয়মঃ
ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।
আবেদনের সময়ঃ
আবেদন শুরুর সময়ঃ ৯/১১/২০২০ তারিখ রাত ১২ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়ঃ ২৫/১১/২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।