অনলাইন ডেস্ক :
জানুয়ারি/২১ মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। নতুন বছরে শিক্ষকদের এ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানা।
নববর্ষের উপহার হিসেবে আগামী জানুয়ারি মাস থেকেই ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতনভাতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান।