বিজয়নগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এলাকার মুরাদনগর গ্রামে ঝুঁমা আক্তার (২৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী গৃহবধূ তাঁর ৪ বছরের ছেলে সন্তানকে ফেঁলে রেখে দীর্ঘদিন ধরে উধাও হওয়ার পর অবেশেষে প্রবাসী স্বামী সুমন মিয়ার কাছেই‘ আবার ফিরে আসলেন । তবে স্বামীর বাড়ির লোকজন ঝুঁমা আক্তার (২৬) কে গ্রহন না করায়, প্রবাসী স্বামী সুমন মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে অনথ্যস্থানে ভাড়া বাসায় চলে যান বলে প্রবাসীর পরিবার সূত্রেঃ জানাগেছে।
পরকীয়া প্রেমিক বেকার যুবক রাব্বীকে নিয়ে পালানো সেই‘ প্রবাসী সুমন মিয়ার স্ত্রী ঝু্ঁমা আক্তার সিংগারবিল ইউপির আলীনগরের মুরাদনগর গ্রামের মোঃ ফারুক মিয়ার মেয়ে । তাঁর স্বামী প্রবাসী সুমন মিয়া একই এলাকার বাসিন্দা । দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সুমন মিয়া।
অন্যদিকে স্থানীয়রা বলছেন, গৃহবধূর পরকীয়া প্রেমিক সিংগারবিল এলাকার ছোট্ট মিয়ার ছেলে যুবক মোঃ রাব্বি মিয়া (২২) সাথে গত ২৬ শে আগস্ট দুপুরে গৃহবধূ ঝুঁমা আক্তার সিংগারবিল বাজারের সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান । এরপর ঐ গৃহবধূ ঝুঁমা দীর্ঘদিন রাব্বি মিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় অজ্ঞাতনামা স্থানে আত্নগোপনে লুকিয়ে থাকেন তাঁরা ।
স্থানীয়রা আরো জানান, মোটা অংকের দেনমোহর না করা ও যুবক রাব্বী মিয়া বেকার হওয়ার কারণে পরকীয়া প্রেমিক কে বিয়ে করতে অস্বীকৃতি জানান ঝুঁমা ও তার পরিবার । এজন্য পূর্ণরায় প্রবাসী স্বামী সুমন মিয়ার কাছেই ফিরে আসেন নিখোঁজ হওয়া সেই‘ গৃহবধূ ঝুঁমা আক্তার (২৬) । বর্তমানে র্পূবের প্রবাসী স্বামী সুমন মিয়াকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন এই নারী ঝুঁমা আক্তার (২৬) ।
গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী সুমন মিয়ার আপন ভাই, মোঃ জাহিদ মিয়া সাংবাদিকদের জানান, ঝুঁমা আক্তার (২৬) গত কয়েকদিন আগে চলে আসেন। তবে আমাদের বাড়িতে তাদের জায়গা হয়নি। আমার ভাই সুমন মিয়া তাঁর স্ত্রীর কাছে অনেক টাকা-পয়সা রেখেছেন। টাকা পয়সার জন্যই স্ত্রীর সাথে চলেগেছেন আমার ভাই সুমন মিয়া। তাঁরা এখন ভাড়া বাসায় থাকেন। আমাদের সাথে কোন সর্ম্পক নেই ।
স্থানীয় সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করলেও এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি ।
উল্লেখ্য, গত ২৬ শে আগস্ট দুপুরে গৃহবধূ ঝুঁমা আক্তার সিংগারবিল বাজারে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে তাঁর বাবার বাড়ি থেকে বেরহয় । এরপর আর বাড়ি ফিরেনি প্রবাসীর স্ত্রী ঝুঁমা আক্তার। উধাও হওয়া প্রবাসীর স্ত্রী ঝুঁমা আক্তারের বাপের বাড়ির লোকজনও তার কোন সন্ধান পাচ্ছেন না বলে সেই‘ সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছিলেন।
এই ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন, প্রবাসীর স্ত্রী ঝুঁমা আক্তারের পিতা মোঃ ফারুক মিয়া । প্রবাসীর স্ত্রী পরকীয়া করে পালানোর ঘটনায় স্থানীয় সিংগারবিল গ্রামে নানান কৌতুহল সৃষ্টিহয়েছে।