২০১৬ সালে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি দিয়ে উত্থান ঘটেছিল দিশা পাটানির। তারপর তাঁর কেবল ওড়ার গল্প। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের বাইরে থেকে এসে সৌন্দর্য আর মেধা দিয়ে ঠিক জায়গা করে নিয়েছেন কোটি মানুষের ভিড়ের মধ্যে। টাইগার শ্রফের সঙ্গে প্রেম, নিখুঁত শরীর আর নাচ—নানা কিছু নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন।
৫০ নারীর এই তালিকা তৈরির ক্ষেত্রে অনলাইন ভোটের পাশাপাশি একটা অভ্যন্তরীণ কমিটিও কাজ করেছে। সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী বাছাইয়ের ক্ষেত্রে লুক, আত্মবিশ্বাস, মেধা আর স্টাইল—এই চার বিষয় কাজ করেছে। দ্য টাইমস–এর জরিপে ভোট ও বিশেষজ্ঞের নম্বরে প্রথম হয়েছেন দিশা পাটানি।
ভারত সিনেমার ‘স্লো মোশন’ গানে দিশা পাটানির শাড়ি পরা লুক স্থান করে নিয়েছে বলিউডের আইকনিক লুকগুলোর ভেতর। ২০১৯ সালে সবচেয়ে বেশি দেখা গানগুলোর ভেতর এই গান অন্যতম। আর সে জন্য নিঁখুত শরীরের ওপর উঁচু করে পরা পাতলা হলুদ শাড়ির দিশাকেই কৃতিত্ব দিচ্ছেন সবাই। আর সেটি যে ভুল নয়, তা প্রমাণ করে দিয়েছেন দিশা।
একের পর এক সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন। আর এবার ভারতের সেরা আবেদনময়ী তারকাদের তালিকার একেবারে প্রথম নামটাই ২৮ বছর বয়সী দিশা পাটানি।