সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ব্যতীত) নিয়োগ বিজ্ঞপ্তি গতকাল শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যে কোন টেলিটক নাম্বার থেকে ২২০ টাকা জমা দিতে হবে। আবদেনকারীর বয়স ২০২৩ খ্রিষ্টাব্দের ৮ জুলাই নূন্যতম ও সর্বোচ্চ ২১-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স উল্লিখিত তারিখে নূন্যতম ও সর্বোচ্চ ২১-৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমাল ২০১৯ অনুসরণ করা হবে।
প্রসঙ্গত, এর পূর্বে দুই ধাপে অন্য বিভাগগুলোর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতবছরের (২০২২) ১৪ ডিসেম্বর ৩৭ হাজার ৫৭৪ (সাইত্রিশ হাজার পাঁচশত চুয়াত্তর) জনকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মনোনীত করে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।